ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

শেষ মহুর্তে জমজামাট সারাদেশের কোরবানীর পশুর হাট

প্রকাশিত : ১০:৫৩, ১১ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১০:৫৩, ১১ সেপ্টেম্বর ২০১৬

শেষ মহুর্তে জমজামাট সারাদেশের কোরবানীর পশুর হাট। দাম নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও গভীর রাত পর্যন্ত চলছে বেচা-কেনা। এ হাট থেকে ও হাট ঘুরে, দর কষে সাধ্যমত পছন্দের কোরবানীর পশু কিনে ফিরছেন ক্রেতারা। আর ভাল লাভের আশায় দাম হাকছেন বিক্রেতাদেরও। ঈদের বাকি আর একদিন। শেষের এ সময়টুকুতে কোরবানীর পশু কিনতে সারাদেশের হাটগুলোতে এখন তুমুল ব্যস্ততা। ...খুলনার ২৪টি পশুরহাট বেচাকেনা চলছে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত। মেহেরপুরের কোরবানীর হাটগুলোতে একটু চড়া দামের অভিযোগ থাকলেও পছন্দের কোরবানির গরু, ছাগল কিনেই ফিরছেন ক্রেতারা। পিরোজপুরের পাঁচাপাড়া, কাউখালী দক্ষিণ বাজার, চৌরাস্তা বাজারসহ বিভিন্ন পশুর হাট বেচাকেনা বেড়েছে। গরু, ছাগল ও মহিষে কিনতে দুরের ক্রেতাদের ভীড় বেড়েছে রাজবাড়িতে। উত্তরের জেলা জয়পুরহাটের হাটগুলোতে  ভারতীয় গরু আর মহিষের বিক্রি বেড়েছে। তবে অধিক হারে টোল আদায়ের অভিযোগ করেছেন ক্রেতারা। তবে দাম যেমনই হোক, শেষ মুহুর্তে সাধ্যমতো পছন্দের পশু কিনে বাড়ি ফিরছেন ক্রেতারা।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি