ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে টানেল দুর্ঘটনা

শ্বাসরুদ্ধকর অভিযান শেষ পর্যায়ে, উদ্ধার হতে যাচ্ছেন ৪১ শ্রমিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৩, ২৮ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন সুড়ঙ্গে আটকে পড়া ৪১ শ্রমিককে বের করে আনতে চলা উদ্ধার কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। আর কয়েক ঘণ্টার মধ্যে সেখান থেকে ধাপে ধাপে বের করে আনা হবে শ্রমিকদের। এমনটি জানিয়েছেন প্রদেশিক মূখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। শ্রমিকদের উদ্ধারে ধ্বংসস্তূপ সরিয়ে পাইপলাইন স্থাপনের যে কাজ চলছিল সেটি সফলভাবে শেষ হয়েছে। দুই ফুট ব্যাসার্ধের এই পাইপের মধ্যে দিয়ে একে একে শ্রমিকদের সুড়ঙ্গ থেকে বের করে আনা হবে।  

তিনি বলেন, হস্তচালিত খনন (ম্যানুয়াল মাইনিং) প্রক্রিয়ায় ৫৯ মিটারের মধ্যে এখন তাদের পাঠানো পাইপটি অবস্থান করছে গন্তব্য থেকে মাত্র দুই থেকে তিন মিটার দূরে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির সরাসরি সম্প্রচারিত খবরে বলা হচ্ছে, শ্রমিকদের বের করে আনতে আর কয়েক ঘণ্টা সময় লাগবে। সুড়ঙ্গের মুখে ৪১টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে এবং স্থাপন করা হয়েছে অস্থায়ী হাসপাতাল। 

গত ১২ নভেম্বর ভোরে নির্মাণাধীন টানেলের একটি অংশ ধসে পড়ে। এতে ভেতরে আটকা পড়েন ৪১ শ্রমিক। ১৭ দিন ধরে সেখানে আটকে রয়েছেন তারা।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি