ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অপ্রতিরোধ্য ভারতকে কোন মন্ত্রে বধ করলো অজিরা?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৮, ২০ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

বিশ্বকাপে সব ম্যাচে অপরাজিত থেকে ফাইনালে পরাজিত। একটি মাত্র ম্যাচ হেরেই যেন সব হারালো ভারত। কি কারণে পুরো আসরে দাপট দেখানো দলটির এমন করুণ পরিণতি? অপ্রতিরোধ্য ভারতকে কোন মন্ত্রেই বা বধ করলো অজিরা? ভারতের হার ও অস্ট্রেলিয়ার জয়ের উল্লেখযোগ্য কিছু কারণ খুঁজে বের করেছেন আকাশ উজ্জামান।

লিগ পর্বে সেই হারের প্রতিশোধ যে এমন হবে সেটা হয়তো ধারণাও করতে পারেননি ১৪০ কোটি ভারতীয় তো বটেই, পুরো দুনিয়ার ক্রিকেট বোদ্ধারাও।

অস্ট্রেলিয়ার জয়ে সর্বপ্রথম কৃতিত্বের দাবিদার প্যাট কামিন্সে চৌকষ নেতৃত্ব। টস জিতে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত ছিল পুরোপুরিই সময়োপযোগী।

ভালো শুরু করা রোহিত শর্মার ইনিংসটাকে লম্বা করতে দেয়নি কামিন্সের দল। দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি হেড-ওয়ার্নারদের অসাধারণ ফিল্ডিংয়ে শুরু থেকেই নিজেদের স্নায়চাপ নিয়ন্ত্রণে রাখে অস্ট্রেলিয়া। ভয়ংকর হয়ে ওঠার আগেই ফেরেন কোহলি। তবে গুরুত্বপূর্ণ সময়ে তাকে আউট করাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট।

ম্যাচজুড়ে বোলারদের ব্যবহারে মুন্সিয়ানা দেখিয়েছেন অজি অধিনায়ক। মাঝের ওভারে অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন কামিন্স, জাম্পা ও পার্ট টাইমার ম্যাক্সওয়েল-হেড-মার্শরা। রানের গতিতে লাগাম তো রেখেছেনই, গুরুত্বপূর্ণ সময়ে আদায় করেছেন উইকেট।

এদিকে, অল্প রানের পুঁজি নিয়ে শুরুতে তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে এই চাপ ধরে রাখতে পারেনি ভারত। এখানে ভারতের প্রধান শত্রু ছিলো শিশির। সুইং করেনি বুমরাহ-সামিদের বল। কাজ করেনি কুলদ্বিপ-জাদেজাদের ঘূর্ণিও।

ফিল্ডিংয়েও মুন্সিয়ানা দেখাতে পারেননি ভারতীয়রা। সহজ বল যেন বিশ্বাসঘাতকতা করেছে উইকেটরক্ষক লোকেশ রাহুলের সাথেও।

এক লাখ ৩০ হাজার দর্শকের সমর্থন কাজে লাগাতে পারেনি টিম ইন্ডিয়া। অতিরিক্ত প্রত্যাশার চাপেই বিপর্যস্ত হয়ে আকাশ থেকে মাটিতে পড়ে গেলেন কোহলি-গিল-রোহিত শর্মারা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি