ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

শ্যামল কান্তি ভক্ত কর্মস্থলে যোগদান করেছেন

প্রকাশিত : ২০:৪৩, ১০ জুলাই ২০১৬ | আপডেট: ২০:৪৩, ১০ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জ বন্দরের পিয়ার লতিফ সাত্তার উচ্চ বিদ্যালয়ের লাঞ্ছিত প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত দীর্ঘ প্রায় দুই মাস পর শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশে আজ তার কর্মস্থলে যোগদান করেছেন। রোববার সকাল নয়টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পূর্বের কর্মস্থলে ফিরে আসেন শ্যামল কান্তি ভক্ত। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, অশুভ শক্তির পরাজয় হয়ে সত্যের জয় হয়েছে। এদিকে শ্যামল কান্তি ভক্ত বিদ্যালয়ে পুনরায় যোগদানের পর তার সহকর্মী শিক্ষকরা তাকে সাদরে গ্রহণ করে আনন্দ প্রকাশ করেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা শ্যামল কান্তি ভক্তের যোগদানের বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক আছে। শিক্ষক লাঞ্চিতকরার ঘটনা তদন্ত করে মন্ত্রনালয় শ্যামল কান্তি ভক্তকে পূণ:র্বহালের নির্দেশ দেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি