ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

শ্রদ্ধা-ভালবাসায় সমাহিত হলেন মুক্তিযোদ্ধা এস এম ইউসুফ

প্রকাশিত : ১৯:০৬, ১৮ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৯:০৮, ১৮ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

শ্রদ্ধা-ভালবাসায় সমাহিত হলেন চট্টগ্রামের বিশিষ্ট রাজনীতিক, মুক্তিযোদ্ধা এস এম ইউসুফ। পটিয়ায় পারিবারিক কবরস্থানে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এস এম ইউসুফকে সমাহিত করা হয়। ৬০ দশকের ছাত্র নেতা ইউসুফের মরদেহ সকালে সর্বস্তরের নাগরিকদের শ্রদ্ধা নিবেদনের জন্যে রাখা হয় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে। সেখানে শ্রদ্ধা জানান সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির, জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদসহ সর্বস্তরের মানুষ। গত ১৫ নভেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুক্তিযোদ্ধা এস এম ইউসুফ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি