ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

শ্রীমঙ্গলে ১৭৮তম কাব-স্কাউট লিডার বেসিক কোর্স সম্পন্ন

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪০, ২২ ডিসেম্বর ২০২১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শেষ হয়েছে ৫ দিনব্যাপী ১৭৮তম কাব-স্কাউট লিডার বেসিক কোর্স। বুধবার দুপুরে সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে এর সমাপ্তি হয়।

জেলা স্কাউটের ব্যবস্থাপনায় ১৮ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত এ বেসিক কোর্সে মৌলভীবাজার জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে ৪১ জন শিক্ষক কাব স্কাউট লিডার অংশগ্রহন করেন।

এর আগে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয় কাব স্কাউট তাবু জলসা। এসময় অনুষ্ঠানটিকে আনন্দঘন করতে প্রশিক্ষণার্থীদের নাচ, গান, অভিনয়, আবৃত্তি ও ধামাইল সংগীত পরিবেশন করেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত সচিব কবি হুমায়ুন কবির অরফে অর্নব আশিক। এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, স্কাউট লিডার আব্দুল ওয়াহিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, প্রাক্তন স্কাউট কমিশনার জহর তরপদার, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, ছড়াকার বোরহান মাসুদ, উপজেলা স্কাউট কমিশনার কল্যাণ দেব, সহ-সম্পাদক রহিমা বেগম, কোষাধ্যক্ষ প্রনবেশ চৌধুরী অন্তু, কাব লিডার জয়ন্ত দেবনাথ, সমীর কুমার ঘোষ, অলক পাল, সুকুমার চক্রবর্তী, অনিতা দেব, আব্দুস শহীদ, মো. আলাউদ্দিন, নীলকন্ঠ ভট্টাচার্য।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি