ঢাকা, সোমবার   ১৩ মে ২০২৪

সংযোগ সেতুর অভাবে চরম দুর্ভোগে রাঙামাটির ৬ হাজার বাসিন্দা

প্রকাশিত : ১০:৩৫, ১৪ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১০:৩৫, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

সংযোগ সেতুর অভাবে চরম দুর্ভোগে রাঙামাটি শহরের পুলিশ লাইন এলাকার ৬ হাজার বাসিন্দা। পৌর এলাকার চলাচল করতে হচ্ছে নৌকা দিয়ে। ১০ বছর আগে পুলিশ লাইন ও তবলছড়ি এলাকায় সেতু নির্মানের উদ্যোগ নেয়া হলেও নানা জটিলতায় বন্ধ আছে কাজ। রাঙামাটি শহরের পুলিশ লাইন এলাকায় প্রায় ৬ হাজার মানুষের বাস। শহরের বিভিন্ন স্থানে যাতায়াতে এ এলাকার মানুষকে নৌকায় করে পাড়ি দিতে হয় কাপ্তাই লেক। আর রাত ৯ টার পর নৌকা পারাপার বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়তে হয় জনসাধারণকে। ২০০৭ সালে লেকের ওপর সেতু নির্মানের উদ্যোগ নেয় পৌরসভা। কিন্তু ঠিকাদার ও ইজারাদারদের দ্বন্দ্বে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় নির্মান কাজ। বন্ধ হয়ে যাওয়া কাজ শিগগিরই শুরু করার আশ্বাস দিয়েছেন পৌর মেয়র। দুর্ভোগ থেকে বাঁচাতে দ্রুত সেতুটি নির্মাণের দাবি স্থানীয়দের।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি