ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সাজেদা চৌধুরী

প্রকাশিত : ১০:০৭, ১৩ নভেম্বর ২০১৬ | আপডেট: ১০:০৭, ১৩ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ধর্ম যার যার, রাষ্ট্র সবার; তাই দেশকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। শনিবার বিকেলে নগরকান্দার তালমা বাজারে ভিজিএফ কার্ড বিতরণ অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। সেসময় বাংলাদেশে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টান সবাই ভাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই বলেও মন্তব্য করেন সাজেদা চৌধুরী। নগরকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি