ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫

সঞ্চয়পত্রের বিক্রি কমানোর পরামর্শ দিয়েছে আইএমএফ

প্রকাশিত : ১৯:৩০, ৯ মার্চ ২০১৭ | আপডেট: ১৯:৩০, ৯ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

উচ্চ সুদের কারণে সরকারের ব্যয় বেড়ে যাওয়ায় সঞ্চয়পত্রের বিক্রি কমানোর পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ। একইসঙ্গে বাজেট অর্থায়নে দীর্ঘমেয়াদী পদক্ষেপ হিসেবে শেয়ারবাজার ও বন্ড মার্কেটের ওপর নির্ভরতা বাড়ানোর তাগিদ দিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থার আবাসিক প্রতিনিধি স্টেলা কায়েন্দেরা এ’সব পরামর্শ দেন। খেলাপি ঋণের লাগাম টানতে ব্যাংকগুলোতে নজরদারি ও তদারকি বাড়ানোরও তাগিদ দেন তিনি। গত ২৬ ফেব্র“য়ারি আইএমএফের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসে। দলটি অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে। সফরের বিভিন্ন দিক তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি