সঞ্চয়ে স্বপ্নপূরণ: ইসলামী ব্যাংকের মুদারাবা হজ্জ ও ওমরাহ সেভিংস স্কিম
প্রকাশিত : ১৯:০৬, ৮ জুলাই ২০২৫ | আপডেট: ১৯:৩০, ৮ জুলাই ২০২৫

পবিত্র হজ্জ ও ওমরাহ পালন শুধু ধর্মীয় কর্তব্য নয়, অনেকের কাছে এটি জীবনের এক পরম স্বপ্ন। সেই স্বপ্নকে সহজ ও পরিকল্পিতভাবে বাস্তবে রূপ দিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চালু করেছে মুদারাবা হজ্জ সেভিংস অ্যাকাউন্ট ও মুদারাবা ওমরাহ সেভিংস স্কিম।
এই দুটি সেভিংস স্কিম হজ্জ ও ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য ধাপে ধাপে অর্থ সঞ্চয়ের সুযোগ তৈরি করে। ফলে ভিসা, বিমান ভাড়া, থাকা-খাওয়া এবং আনুষঙ্গিক খরচের জন্য পূর্ব প্রস্তুতি নেওয়া সহজ হয়। অর্থাৎ, ধর্মীয় এই সফরের ব্যয় নির্বিঘ্নে ও চাপমুক্তভাবে সম্পাদনের পথ প্রশস্ত করে এই সেবাগুলো।
মুদারাবা হজ্জ সেভিংস অ্যাকাউন্টে এক বছর থেকে শুরু করে সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত মেয়াদে হিসাব খোলার সুযোগ রয়েছে। এ অ্যাকাউন্টে গ্রাহকের সুবিধা অনুযায়ী কিস্তির পরিমাণ নির্ধারণ করা যায়। গ্রাহক চাইলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেও হজ্জ পালন করতে পারেন—সেক্ষেত্রে প্রয়োজনীয় অবশিষ্ট অর্থ জমা দিয়ে হজ্জে অংশগ্রহণ সম্ভব।
একইভাবে, মুদারাবা উমরাহ সেভিংস স্কিম ১-১২ বছর মেয়াদি। ১৮ বছরের বেশি বয়সীরা নিজ নামে এবং অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অভিভাবকের নামে অ্যাকাউন্ট খোলা যায়। উভয় স্কিমেই মুদারাবা ভিত্তিতে লাভ প্রদান করা হয়।
দেশজুড়ে ইসলামী ব্যাংকের যেকোনো শাখা, উপশাখা বা এজেন্ট আউটলেটে এই অ্যাকাউন্ট খোলা যায়। প্রয়োজন কেবল দুই কপি সত্যায়িত ছবি, জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি। ডিজিটাল ব্যাংকিং সুবিধায় সেলফিন অ্যাপ ব্যবহার করেও অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে।
মাসিক কিস্তি পরিশোধের ক্ষেত্রেও গ্রাহকদের জন্য রয়েছে স্বয়ংক্রিয় পদ্ধতি। শাখায় “বিশেষ নির্দেশনা” দিলে কিস্তির টাকা সঞ্চয় হিসাব থেকে স্বয়ংক্রিয়ভাবে হজ্জ/ওমরাহ অ্যাকাউন্টে স্থানান্তর হয়। এছাড়া সেলফিন অ্যাপ ও আই-ব্যাংকিং থেকেও নিজে নিজেই কিস্তির টাকা স্থানান্তর করা যায়।
হজ্জ ও ওমরাহর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ইসলামী ব্যাংকের এই উদ্যোগ ধাপে ধাপে প্রস্তুতি নেওয়ার এক আধুনিক ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
এসএস//
আরও পড়ুন