ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

সত্যতা যাচাই না করে কারো উদ্ধৃতি দিবেন না : গভর্নর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ২২ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৭:১৯, ২২ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, সত্যতা যাচাই না করে ইমেজ বাড়ানো যায় কিন্তু সত্যিকারের সফলতা পাওয়া যায় না। আজ বুধবার ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘কারেন্সি ম্যানেজম্যান্ট অ্যান্ড পেমেন্ট সিস্টেম ওরিয়েন্টেশন কোর্স – ২০১৭’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে ফজলে কবির বলেন, সত্যতা যাচাই না করে বিভিন্ন ব্যাক্তির উদ্ধৃতি দেওয়া হয়। এটা মোটেও ‍উচিৎ নয়। কোট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সত্যতা যাচাই করে নিতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মনিরুজ্জামান, নির্বাহী পরিচালক সুলতান আহম্মদ, ইআরএফ সভাপতি সাইফ ইসলাম দিলাল প্রমুখ।

/ এমআর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি