ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

সদ্য অবসরে যাওয়া জজকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে সরকারী আইন কর্মকর্তারা

প্রকাশিত : ১৮:১৫, ৩১ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:১৫, ৩১ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

সদ্য অবসরে যাওয়া চট্টগ্রাম জেলা দায়ার জজ নুরুল হুদাকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে সরকারী আইন কর্মকর্তারা। চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত সংবর্ধনায় বক্তারা বলেন, নুরুল হুদা চট্টগ্রামের জেলা দায়ার জজ থাকাকালীন সময়ে গত ২ বছরে শত বছরের পুরোনো মামলা নিষ্পত্তি করেছেন। এ ধারা অব্যাহত রাখলে আদালতের পুরনো মামলা একদিকে যেমন নিষ্পত্তি হবে অন্যদিকে সাধারণ মানুষ ন্যায় বিচার পাবে। এসময় চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহউদ্দিন, চট্টগ্রাম আদালতের বিচারকবৃন্দ, জেলা পিপিসহ সরাকরী বিভিন্ন সংস্থার কর্মকর্তবৃন্দ বক্তব্য রাখেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি