ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

সন্তানরা বিপদগামী হচ্ছে বাবা- মায়ের উদাসীনতায়ঃ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮:৩২, ২১ জুলাই ২০১৬ | আপডেট: ১৮:৪২, ২১ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

বাবা- মায়ের উদাসীনতায় সন্তানরা বিপদগামী হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ’কথা বলেন। ধর্মের নামে মানুষ হত্যা করে দেশে অরাজকতা তৈরির মাধ্যমে দেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ভয়কে জয় করে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান মোহাম্মদ নাসিম। এর আগে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি