ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন কাজল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫০, ৯ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

তারকাদের অনেকেই সন্তানের মুখ দেখাতে চান না। যেমন আনুশকা শর্মার মেয়ে ভামিকার বয়স দেড় বছর পেরিয়েছে। এখনো মেয়ের ছবি তুলতে গেলে ক্যামেরাম্যানদের ওপর ক্ষুব্দ হন নায়িকা।

তেমনি ছেলের জন্মের কয়েক মাস পার হলেও কাজল আগরওয়াল তার চেহারা প্রকাশ্যে আনেননি। এমনভাবে ছবি প্রকাশ করতেন যাতে মুখ না দেখা যায়। তবে এবার মুম্বাই বিমানবন্দরে ছেলের ছবি তুলতে বাধা দেননি দক্ষিণের জনপ্রিয় এ অভিনেত্রী। হাসিমুখেই সন্তানের সঙ্গে পোজ দিয়েছেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন স্বামী গৌতম।

চলতি বছরের এপ্রিলে প্রথমবারের মতো মা হন কাজল। ছেলের নাম রেখেছেন নীল। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে খুব শীঘ্রই অভিনয়ে পুরোপুরি সরব হচ্ছেন তিনি। ‌‘ইন্ডিয়ান টু’সহ বেশ কিছু সিনেমার কাজ রয়েছে কাজলের হাতে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি