ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে কঠোর হবে বলে হুঁশিয়ারী দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৫:২১, ১০ জুলাই ২০১৬ | আপডেট: ১৫:২১, ১০ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে যত কঠোর হওয়া দরকার সরকার ততোটাই কঠোর হবে বলে হুঁশিয়ারী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোন সমালোচনায় কাজ হবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। ঈদের ছুটি শেষে প্রথম কার্যদিবসে নিজ কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।  মুষ্টিমেয় কিছু বিপথগামীর কারণে দেশের ভাবমূতি নষ্ট হতে দেয়া হবে না বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। প্যাকেজ: ঈদের টানা ৯দিন ছুটির পর প্রথম কার্যদিবসে নিজ কার্যালয়ের কর্মকতা ও কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদ শুভেচ্ছাও বিনিময় করেন তিনি। এসময় প্রধানমন্ত্রী বলেন,  দেশ যখন উন্নয়নের পথে, তখন দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। এ ব্যাপারে আরো সতর্ক থাকতে হবে সবাইকে। তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে সরকার সর্বোচ্চ কঠোর হবে। জঙ্গীবাদ দমনের অভিযান সম্পর্কে সমালোচনাকারীদের সঙ্গে জঙ্গীদের যোগাযোগ আছে কিনা তাও খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নিখোঁজ শিক্ষার্থীদের দ্রুত খুজে বের করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধে যত ষড়যন্ত্রই করা হোক,কাজ হবেনা। দেশের উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে নিতে নিজ কার্যালয়ের কর্মকর্তাদের আরো তৎপর হবার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি