ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্র্মূলে ছাত্রলীগকে আরো সক্রিয় থাকার আহ্বান

প্রকাশিত : ১৩:১২, ৫ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৩:১২, ৫ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্র্মূলে রাজপথে সোচ্চার থাকতে ছাত্রলীগকে আরো সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন বিশিষ্ঠজনেরা। কক্সবাজার জেলা ছাত্রলীগের দুই দিনের প্রশিক্ষণ কর্মশালায় তারা বলেন, ছাত্রলীগের কর্মীরা রুখে দাঁড়ালে কোনো অপশক্তিই মাথা তুলে দাঁড়াতে পারবে না। কক্সবাজার জেলা ছাত্রলীগের আয়োজনে জ্ঞান ভিত্তিক ছাত্র রাজনীতি-‘বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা’ প্রতিপাদ্যে ২ দিনের রাজনৈতিক কর্মশালা ও বর্ধিত সভা। কর্মশালায় উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক। উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও একুশে টেলিভিশনের ‘সিইও’ মন্ধসঢ়;জুরুল আহসান বুলবুল। বঙ্গবন্ধুর আদর্শে ছাত্রলীগের সকল কর্মী এক সাথে রুখে দাঁড়ালে বাংলাদেশে কোনো অপশক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। কর্মশালায় জঙ্গিবাদ নির্মূলে ছাত্রলীগকে আরো সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। ছাত্রনেতারা বলেন, অতীতের মতো যে কোনো সংকটে ছাত্রলীগ সামনে থেকেই নেতৃত্ব দেবে। কর্মশালায় ছাত্রলীগের বর্তমান ও সাবেক কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি