ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান

প্রকাশিত : ১৭:০৭, ৪ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৭:০৭, ৪ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রামে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরদ্ধে সকল দেশ প্রেমিক নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছে চট্টগ্রামের বিভিন্ন সংগঠন। সকালে নগরীর বিভিন্ন স্থানে আয়োজিত পৃথক পৃথক সমাবেশে এই আহবান জানানো হয়ং। সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এলজিইডি ভবনে জেলা কমান্ডার মো. সাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জঙ্গীবাদ বিরোধী সমাবেশ। একই সময়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: অনুপম সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অপর একটি সমাবেশ। এদিকে পটিয়ায়া উপজেলা সদসরে মহিলাদের উদ্যোগে অনুষ্ঠিত হয় জঙ্গীবাদ বিরোধ সমাবেশ। এসমব সমাবেশ থেকে জঙ্গীবাদ নির্মুলে সরকারকে আরো কঠোর হওয়ার আহবান জানিয়ে বক্তরা জঙ্গীদের পৃষ্ঠ পোষকদের আইনের আওতায় এনে শাস্তিরর দাবী জানান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি