ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

সন্ত্রাসী এবং জঙ্গিদের হটিয়ে দেয়া হয়েছে সিরিয়া সীমান্ত থেকে

প্রকাশিত : ১৪:৫৮, ৫ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৫৮, ৫ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

সিরিয়া সীমান্ত থেকে সব ধরনের সন্ত্রাসী এবং জঙ্গিদের হটিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন, তুরস্কের প্রেসিডেন্ট বিনালি ইলদিরিম।   রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে এমনটি জানিয়েছেন তিনি। এসময় তিনি বলেন, জারাব্লাস থেকে আজাজ পর্যন্ত ৯১ কিলোমিটার সীমান্ত এখন পুরোপুরি সুরক্ষিত। আইএসএর পাশাপাশি কুর্দী বিদ্রোহীদেরকেও সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে তুরস্ক। নিজেদের ভুখন্ড নিরাপদ রাখতে সম্প্রতি সীমান্ত পাড়ি দিয়ে সিরিয়ায় ঢুকে অভিযান পরিচালনা করে তুরস্কের সেনাবাহিনী। অভিযানে সহায়তা করে সিরিয়ার বিদ্রোহীরা। এদিকে আইএসের দখলে থাকা সিরিয়ায় আলেপ্পোর কিছু অংশ পুন:দখলের দাবি করেছে বিদ্রোহীরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি