ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

সন্ত্রাসী ও জঙ্গি তৎপরতা শিঘ্রই কমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী

প্রকাশিত : ১৯:২৯, ২৮ জুলাই ২০১৬ | আপডেট: ১৯:২৯, ২৮ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

দেশে শিঘ্রই সন্ত্রাসী ও জঙ্গি তৎপরতা কমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ব্যাবসায়ি নেতাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন। সে সময় তিনি আরো বলেন, সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে সাধারন মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে। আর এসব সন্ত্রাসীদের রুখতে আইন শৃংখলঅ রক্ষাকারী বাহিনীকে আরো আধুনিকায়ন করা হচ্ছে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, ১লা জুলাইয়ে গুলশানে হলি আর্টিজানের ঘটনার পর বিদেশি ক্রেতারা দেশ ছেড়ে চলে যাচ্ছে এমন কথা ঠিক নয়। দেশী-বিদেশী ব্যবসা বাণিজ্য সব স্বভাবিক আছে বলেও জানান তিনি।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি