ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

সন্দেহভাজন জঙ্গি ফিদা মুনতাসিরের জামিন স্থগিত

প্রকাশিত : ১৪:৩১, ২২ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:৩১, ২২ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

সন্ত্রাসবিরোধী আইনের দুই মামলায় সন্দেহভাজন জঙ্গি ফিদা মুনতাসির সাকেরকে হাইকোর্টের দেওয়া জামিন তিন মাসের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।ওই দুই মামলায় চলতি বছরের ৬ জুন সাকেরকে ছয় মাসের জন্য জামিন দিয়েছিলেন হাইকোর্ট। হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। চেম্বার বিচারপতি বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। শুনানি শেষ আজ আদেশ দেন আপিল বিভাগ। পুলিশের খাতায় সাকেরের পরিচয়ে বলা হয়েছে, তিনি জঙ্গি সংগঠন আনসারুল্ধসঢ়;রাহ বাংলা টিমের একজন সমন্বয়ক। ২০১৫ সালের জুনে রাজধানী থেকে সাকেরসহ সন্দেহভাজন ১০ জঙ্গিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি