ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫

সব দেশ রোহিঙ্গাদের নিলে বাংলাদেশের ওপর চাপ কমবে: তোফায়েল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫১, ৬ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৬:১৬, ৬ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

রোহিঙ্গা শরনার্থিদের সঙ্গে মিয়ানমারের আচরণকে অমানবিক উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে হবে। তিনি বলেন,আমরা মানবিক দিক থেকে বিষয়টি দেখছি। আমাদের সক্ষমতারও একটা সীমাবদ্ধতা আছে। এ নিয়ে বিশ্বকে এগিয়ে আসা উচিত। সব দেশ যদি রোহিঙ্গাদের ভাগাভাগি করে নেয়, তাহলে বাংলাদেশের ওপর চাপ কমবে।


বুধবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। শান্তিতে পুরস্কার পাওয়া মিয়ানমারের নেত্রী অং সান সু চির কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, এই কি তার শান্তির নমুনা? তার মধ্যে কি মানবিক গুণাবলী নাই?


তিনি বলেন, মিয়ানমার যা করছে এটা অমানবিক কাজ। মানবিক দিক বিবেচনা করে দুর্যোগকে ভাগাভাগি করে নিতে হবে। এই পরিস্থিতি সামাল দেওয়া একা আমাদের জন্য কঠিন।


মালদ্বীপ মিয়ানমারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে, বাংলাদেশ কেন করেনি জানতে চাইলে তোফায়েল আহমেদ বলেন, তারা ছোট দেশ। তারা পেরেছে। বাংলাদেশের ক্ষেত্রে এভাবে সিদ্ধান্ত নেওয়া চাট্টিখানি কথা নয়।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি