ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

সব স্কুলে সততা স্টোর খোলার উদ্যোগ

প্রকাশিত : ১০:১৩, ১৭ নভেম্বর ২০১৬ | আপডেট: ১০:১৩, ১৭ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

শিক্ষার্থীদের সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে স্কুলে স্কুলে সততা স্টোর খোলার উদ্যোগ নিয়েছে দুর্নীতি দমন কমিশন- দুদক। এর ফলে শিশু-কিশোরদের মধ্যে দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টির পাশাপাশি তাদের জীবনমুখী জ্ঞানও বাড়বে বলে মনে করেন শিক্ষাবিদরা। সমাজের সব স্তরে জেঁকে বসেছে দুর্নীতি। হারিয়ে যাচ্ছে নৈতিকতা, মানবিক মূল্যবোধ। তাই দুর্নীতিমুক্ত দেশ গড়তে সততা স্টোর নামে নতুন কর্মসূচি হাতে নিয়েছে দুর্নীতি দমন কমিশন- দুদক। প্রাথমিকভাবে প্রতিটি জেলা, উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর চালু করতে শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে দুদক। খাতা, কলম ছাড়াও শিক্ষার্থীর আবশ্যক পণ্য থাকবে এই স্টোরে। যেখানে বিক্রেতা ছাড়াই পণ্য কিনে নির্ধারিত বক্সে টাকা দেবে শিক্ষার্থীরা। দুদকের এমন কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থী এবং অভিভাবকরা। এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এই শিক্ষক। এ’ ধরণের কর্মসূচি শিক্ষার্থীদের বাস্তবমুখী করবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রধান শিক্ষক, স্কুল পরিচালনা কমিটি, স্থানীয় প্রশাসন, দুদকের প্রতিনিধিরা এই কর্মসূচি দেখভাল করবেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি