ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

সবজির দাম কিছুটা বেশি, মাছের দাম হাতের নাগালে, কমেছে ডাল, পেঁয়াজ, আদাসহ নিত্যপণ্যের দাম

প্রকাশিত : ১৫:০৩, ৪ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৭:২৪, ৪ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বাজারে শীতের সবজির সরবরাহ বাড়লেও দাম কিছুটা বেশি। দেশি মাছের আমদানি বাড়ার সাথে সাথে দামও হাতের নাগালে। কমেছে ডাল, পেঁয়াজ, আদাসহ নিত্যপণ্যের দাম। চাল ও মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। শীতের আগমনীতে বাজারে সরবরাহ বেড়েছে হাওড় ও বিলের ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছ। দাম ক্রেতার নাগালে থাকায় বিক্রিও হচ্ছে বেশ। আর নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আবারো বাজারে আসছে ইলিশ। তবে দাম কিছুটা বেশী। সরবরাহ বেড়েছে শীতকালীন সবজির। বাজার ভেদে ফুলকপি, বাঁধাকপি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩৫ টাকায়। দাম কমে টমেটো বিক্রি হচ্ছে ৭০টাকা কেজি। কাচা মরিচ ৫০, সিম ৭০, বরবটি ৭০ আলু ৩০ আর দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে। দেশী মশুর ডাল ১৩৫ টাকা আর ৪০ টাকা কমে আদা বিক্রি হচ্ছে ৮০ টাকায়। ৪৮০ থেকে ৪৯০টাকায় বিক্রি হচ্ছে ৫লিটার বোতলজাত সয়াবিন তেল। বাজার ভেদে ভাল মানের মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৪৭ থেকে ৫০ টাকায়। নাজির শাল ৪২ থেকে ৬০ এবং মোটা চাল বিক্রি হচ্ছে কেজি ৩২ থেকে ৩৫ টাকায়। মাংসের বাজারও স্থিতিশীল আছে। গরুর মাংস ৪২০, বয়লার মুরগি১৩৫ এবং সোনালি মুরগী প্রতি কেজি ২০০টাকায় বিক্রি হচ্ছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি