ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

সভা-সমাবেশে বাধা আর শর্তারোপ করে সরকার নাগরিক অধিকার কেড়ে নিচ্ছে: বিএনপি

প্রকাশিত : ১০:১৬, ১৪ নভেম্বর ২০১৬ | আপডেট: ১০:২৬, ১৪ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

সভা-সমাবেশে বাধা আর শর্তারোপ করে সরকার শুধু রাজনৈতিক দলের নয়, নাগরিক অধিকার কেড়ে নিচ্ছে বলে মনে করে বিএনপি। রাজনৈতিক সংস্কৃতির অনুপস্থিতির কারণেই ধর্মীয় উগ্রবাদসহ অপশক্তির তৎপরতা বাড়ছে বলেই অভিযোগ দলটির নেতাদের। আর এসব বিষয় গণতন্ত্রের জন্য বিপদ বয়ে আনতে পারে বলে মত দিয়েছেন রাজনীতি বিশ্লেষকরা। সংবিধানেই নিশ্চিত করা হয়েছে রাজনৈতিক দলের সভা-সমাবেশের অধিকার। কিন্তু আইনশৃংখলা নিরাপত্তার অজুহাতে বিভিন্ন সময় সভ-সমাবেশে করতে দিচ্ছে না বলে অভিযোগ বিএনপির। যার সর্বশেষ সংযোজন ৭ই নভেম্বরকে ঘিরে সমাবেশ করার অনুমতি না দেয়া। রাজনৈতিক দলগুলের কর্মসূচীতে বাঁধা দেয়াকে রাষ্ট্রীয় সন্ত্রাস বলে মনে করেন বিএনপি নেতারা। তারা বলেন, এধরনের পরিস্থিতে জনপ্রিয়তা থাকা সত্তেও দলগুলোর কিছু করার থাকে না। রাজপথে গনতান্ত্রিক আন্দোলন সরকারকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করার আহবান জানান এই বিএনপি নেতা। তবে বাঁধা বিপত্তি থাকলেও জনগনের অধিকার রক্ষায় নেতৃত্ব দিতে দলটি পিছপা হবে না বলে জানান বিএনপির আরেক নেতা। এদিকে রাজনৈতিক দলের সভা-সমাবেশে অধিকার কেড়ে নেয়া সংবিধান পরিপন্থী বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। গনতন্ত্রের জন্য এর ফল বিপজ্জনক হতে পারে বলেও মনে করেন তারা। সরকার ও রাজনৈতিক দলগুলোকে পরমত সহিষনুতা বাড়ানোরও পরামর্শ দেন তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি