ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

সমালোচকদের ৩ মাস অপেক্ষা করতে বললেন ইমরান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০০, ১ সেপ্টেম্বর ২০১৮

নবনির্বাচিত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের রেখে যাওয়া আন্তর্জাতিক চুক্তিগুলো পুনর্বিবেচনা করবে তার সরকার। তিনি দেশের গণমাধ্যমকে তার সরকারের সমালোচনা করতে অন্তত আগামী তিনটি মাস অপেক্ষা করতে অনুরোধ জানিয়েছেন।

শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন টেলিভিশনের উপস্থাপকদের সঙ্গে এক আলোচনা শেষে তিনি সকলের কাছে এই অনুরোধ জানান।

ইমরান খান বলেন, এই তিন মাস তার সরকারের কার্যক্রম দেখেই যেনো তারা সমালোচনা করেন। আমাদের সরকারের পারফরমেন্স নিয়ে সমালোচনায় নামার আগে অন্তত তিনটি মাস অপেক্ষা করুন। এই তিন মাসের মধ্যে বর্তমানে যেভাবে সরকার পরিচালিত হচ্ছে,তা ব্যাপকভাবে বদলে যাবে।

তার আগে সরকারের বিতর্কিত চুক্তি সম্পর্কে জানতে চাইলে ইমরান খান গণমাধ্যমকে বলেন, তার পূর্বসূরি সরকারের সই করা সব চুক্তিই তিনি পুনর্বিবেচনা করবেন।

পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন,পূর্বের সরকারের চুক্তিগুলো বাতিল করে দেওয়ার কথা বলেননি ইমরান খান। তিনি বলেছেন,এসব চুক্তি পুনর্বিবেচনা করা হবে।

কেআই/ এমজে


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি