ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সরকারি ক্রয় প্রক্রিয়ায় সর্বস্তরের নাগরিকের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত : ১৫:০২, ২৯ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:০২, ২৯ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

‘সরকারি ক্রয় কার্যক্রমে নাগরিক সম্পৃক্ততা ও সামাজিক জবাবদিহিতা সৃষ্টির উপায়’ প্রতিপাদ্যে চট্টগ্রামে সরকারি ক্রয় প্রক্রিয়ায় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সর্বস্তরের নাগরিকের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগরীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইন্সটিটিউট অফ গভর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্ট এর উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। সরকারি ক্রয় প্রক্রিয়ায় নাগরিকদের অংশগ্রহণের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানো, কাজের মান উন্নয়ন, জনগনের অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং সরকারি অর্থের অপচয় রোধে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি