ঢাকা, শনিবার   ১১ মে ২০২৪

সরকারি সহায়তা ছাড়া ট্রাস্টির মাধ্যমে চলছে ‘ভাষা আন্দোলন গবেষণাকেন্দ্র ও যাদুঘর’

প্রকাশিত : ০৯:৫৬, ২০ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:৫৬, ২০ ফেব্রুয়ারি ২০১৭

অনেকটা নীরবে নিভৃতেই ভাষা গবেষণা ও চর্চায় কাজ করছে রাজধানীতে ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠা ‘ভাষা আন্দোলন গবেষণাকেন্দ্র ও যাদুঘর’। কোনো রকম সরকারি সহায়তা ছাড়াই ট্রাস্টির মাধ্যমে চলছে যাদুঘরটি। যেখানে সংরক্ষিত আছে ভাষা আন্দোলনের দুর্লভ নথি ও স্মৃতি চিহ্ন। রাজধানীতে ধানমন্ডি আবাসিক এলাকার ১০ নম্বর সড়কে ভাষা সৈনিক গোলাম মাহবুবের বাড়িতে গড়ে তোলা হয়েছে ভাষা আন্দোলন গবেষণাকেন্দ্র ও যাদুঘর। যাত্রা শুরু হয় ২০০৬ সালের ৭ ফেব্র“য়ারি। বায়ান্নর ভাষা আন্দোলনে মিছিল, সভা-সমাবেশ ও উত্তাল দিনগুলোর বিভিন্ন আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে এখানে। রয়েছে ভাষা শহীদ ও সৈনিকদের আলোকচিত্রসহ মূল্যবান নথিপত্র। ভাষার মাস ছাড়াও সারাবছরই এখানে অনেকে আসেন গবেষণার জন্য। আসেন দর্শনার্থীরাও। ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও যাদুঘরের আবেদনের প্রেক্ষিতেই ধানমন্ডির বিভিন্ন সড়কের নাম হয়েছে ভাষা সৈনিকদের নামে। রাজধানীতে প্রবেশদ্বারগুলোর নাম ভাষা শহিদদের নামে নামকরণের দাবিও তাদের। ভাষা আন্দোলন গবেষণাকেন্দ্র ও যাদুঘরের কর্মকান্ড আরো বিস্তৃত করতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন কর্তৃপক্ষ।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি