ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

সরগরম গাজীপুরের বিভিন্ন ইফতার বাজার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৫, ১৯ জুন ২০১৭ | আপডেট: ১৫:০২, ১৯ জুন ২০১৭

Ekushey Television Ltd.

টানা পরোটা, খাসির রোস্ট, মুরগীর মুসাল্লাম, সুতি জিলাপী, বোম্বাই জিলাপীসহ হরেক রকম খাবারের পসরায় সরগরম গাজীপুরের বিভিন্ন ইফতার বাজার। এর মধ্যে শহরের রাজবাড়ি রোডের ঐতিহ্যবাহী ইফতার বেশ আকর্ষণীয়।
গাজীপুরের রাজবাড়ি রোডে বিভিন্ন রঙের সামিয়ানা, বাঁশ আর টেবিল বসিয়ে ইফতারীর পসরা সাজিয়েছেন মৌসুমী ব্যবসায়ীরা। এখানে পাওয়া যায় ঐতিহ্যবাহী ইফতারী টানা পরাটা, খাসির রোস্ট, মুরগীর মুসাল্লাম, সুতি জিলাপী, বোম্বাই জিলাপীসহ নানা রকম মিষ্টি। এছাড়াও মিলবে, খাসির শাহী হালিম।
ইফতার কিনতে দুপুর গড়ানোর পর থেকেই ক্রেতাদের ভিড় বাড়ে এসব দোকানগুলোতে।
বিশেষ পদের ইফতার কিনতে বৃষ্টি উপেক্ষা করেও ছুটে আসছেন রোজাদারেরা।
আর জমজমাট বেচাকেনা হওয়ায় লাভের অংকটাও ভালই, বললেন বিক্রেতারা।
সদর ছাড়াও গাজীপুরে সব উপজেলাতেই রমজানে জমেছে বাহারী ইফতার বাজার। সারাদিন রোজার পর সবাই মিলে, নানা পদের এসব মুুখরোচক খাবারে স্বাচ্ছন্দ বোধ করেন রোজাদারেরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি