ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে, বইছে মৃদু শৈত্যপ্রবাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১০, ১৯ জানুয়ারি ২০২২

দিনাজপুরে জেঁকে বসেছে শীত। এই জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। বুধবার (১৯ জানুয়ারি) দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুর আবহাওয়া অফিসের তথ্যমতে, বাতাসের আর্দ্রতা ৯৬ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪-৫ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১০ কিলোমিটার গতিতে প্রবাহিত হচ্ছে। 

মৃদু শৈত্যপ্রবাহটি দিনাজপুর ছাড়াও পঞ্চগড়, কুড়িগ্রামসহ বেশ কয়েকটি এলাকায় চলছে। হিমেল বাতাসের সঙ্গে ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।

ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশার জন্য কিছু দেখা যাছে না। তাই মাঠ কাজে যেতে পারছেন না কৃষক। দুপুরের দিকে একটু সূর্যের দেখা মিললেও আকাশে মেঘের কারণে তা বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না।

জানুয়ারির শেষ সপ্তাহে দিনাজপুরে আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি