ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন

সহ-সভাপতি নির্বাচিত হলেন জাহেদুল হক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৫, ২৬ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. জাহেদুল হক দেশের বৃহত্তম পাইকারী বাজার চাকতাই- খাতুনগঞ্জের শীর্ষ বাণিজ্যিক সংগঠন খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি উক্ত সংগঠনের কার্যকরী পরিষদে ২০২০-২০২১ মেয়াদে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। 

জাহেদুল হক চট্টগ্রামের বোয়ালখালী থানাধীন পশ্চিম শাকপুরা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম কলেজিয়েট হাই স্কুল থেকে ১৯৮৫ সালে এসএসসি এবং চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ থেকে ১৯৮৭ সালে এইচএসসি পাশ করেন। ১৯৯২ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থইস্ট লুইসিয়ানা ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করেন।

চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক মো. জাহেদুল হক সততা, যোগ্যতা ও পেশাদারিত্বের মাধ্যমে দ্রুত সফলতার শীর্ষে আরোহণ করেন। পেশাগত জীবনে তিনি মেসার্স জাহেদ ব্রাদার্স এর প্রোপ্রাইটর, মেসার্স নূর অয়েল অ্যান্ড ফুড প্রোডাক্টস্ ও মেসার্স আরাফাত লিমিটেডের পরিচালক।

মানবহিতৈষী, সকলের প্রিয় ব্যক্তিত্ব জাহেদুল হক শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত। তিনি হাজী মো. নুরুল হক ডিগ্রী কলেজ, শাকপুরা, বোয়ালখালী, চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সদস্য, আর্মি গল্ফ ক্লাব ঢাকা, চট্টগ্রাম বোট ক্লাব, চট্টগ্রাম ক্লাব, চট্টগ্রাম সিনিয়রস্' ক্লাব লিমিটেড, মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রামের আজীবন সদস্য, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ব্যাচ ’৮৫ এর সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি