সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
প্রকাশিত : ১৭:৫৫, ৪ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৭:৫৫, ৪ ফেব্রুয়ারি ২০১৭
সিরাজগঞ্জের শাহাজাদপুরে দৈনিক সমকালের প্রতিনিধি সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ হয়েছে চট্টগ্রাম, রাঙামাটি ও বান্দরবানে।
শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সমকাল সুহৃদ সমাবেশ সংগঠন মানববন্ধন কর্মসূচী পালন করে। এ’সময় জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবি জানান চট্টগ্রামের সাংবাদিক নেতারা। বান্দরবান প্রেসক্লাবের সামনে মানববন্ধনে প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু বলেন, দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই দাবিতে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয় চত্বরেও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।
আরও পড়ুন