ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

সাংবাদিকতায় ১০ লাখ ডলারের বৃত্তি ঘোষণা ফেসবুকের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪০, ৩০ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৩:৪১, ৩০ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বিশ্বজুড়ে যোগাযোগ, সাংবাদিকতা ও ডিজিটাল মিডিয়ার শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর জন্য ১০ লাখ ডলারের স্কলারশিপ (বৃত্তি) ঘোষণা করেছেন যোগাযোগ জায়ান্ট ফেসবুক। ফেসবুকের ওয়েবসাইটে এক ব্লগ পোস্টে বিষয়টি জানানো হয়।

আগামী ৫ বছরের জন্য এই অর্থ বরাদ্ধ দিবে ফেসবুক। আর এই অর্থ সাংবাদিকদের সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হিসপানিক জার্নালিস্ট , এশিয়ান আমেরিকান জার্নালিস্ট এসোসিয়েশন, নেটিভ আমেরিকান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং ন্যাশনাল লেসবিয়ান এন্ড গে জার্নালিস্টস’ অ্যাসোসিয়েশন প্রত্যেকে ২ লাখ ৫০ হাজার ডলার করে ব্যয় করবেন।

ফেসবুকের এই স্কলারশিপ প্রকল্পের নাম দেওয়া হয়েছে ফেসবুক প্রজেক্ট। এর আওতায় প্রত্যেক শিক্ষার্থী ১০ হাজার ডলার করে অর্থ বরাদ্ধ পাবে বলে জানা গেছে। ব্লগ পোস্টে ফেসবুক দাবি করে, সাংবাদিকদের পরবর্তী প্রজন্মকে সহয়তা করার জন্যই তারা এ প্রকল্প হাতে নিয়েছে।

সম্প্রতি সংবাদ মাধ্যমের কতিপয় ভুয়া ও উত্তেজনাকর সংবাদে যখন প্রতিষ্ঠানটির মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে,তখনই এই প্রকল্প হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি।

সূত্র: ফেসবুক ব্লগ
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি