সাগর-রুনি হত্যা মামলায় ৪৭ বার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেলো র্যাব
প্রকাশিত : ১৮:৪৫, ৮ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:৪৫, ৮ ফেব্রুয়ারি ২০১৭
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দিতে ব্যর্থ হওয়ায় তদন্ত কর্মকর্তা র্যাব এএসপি মহিউদ্দিন আহমেদকে তলব করেছেন আদালত। সেইসঙ্গে প্রতিবেদন জমা দিতে ২১ মার্চ সময়ও বেধে দেয়া হয়েছে।
ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম বুধবার এই আদেশ দেন। এ নিয়ে ৪৭ বার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেলো র্যাব। ২০১২ সালের ১১ ফেব্র“য়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার জেষ্ঠ্য প্রতিবেদক মেহেরুন রুনির ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়।
আরও পড়ুন