ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলস শ্রমিক ধর্মঘটে অচল

প্রকাশিত : ১২:৪১, ১ আগস্ট ২০১৬ | আপডেট: ১২:৪১, ১ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

মজুরী বৃদ্ধির দাবিতে শ্রমিক ধর্মঘটে অচল হয়ে পড়েছে সাতক্ষীরার সুন্দরবন টেক্সটাইল মিলস। কাজে যোগ না দিয়ে সোমবার সকালে মিলের প্রধান ফটকে অবস্থান নেয় শ্রমিকরা। পরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। শ্রমিকরা জানান, তাদের দিন প্রতি ১শ’ ২০ টাকা মজুরী দেয়া হয়। গত এক বছর ধরে মজুরী বাড়ানোর দাবি জানানো হলে সেদিকে নজর নেই কর্তৃপক্ষের। আগামী ৩দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে অনির্দিষ্টকালের ধর্মঘট দেয়ার হুশিয়ারি দেন শ্রমিক নেতারা। এদিকে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানিয়েছেন সুন্দরবন টেক্সটাইল মিলের ব্যবস্থাপক।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি