ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

সাতক্ষীরায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত ১

প্রকাশিত : ১৬:৪৯, ১০ জুলাই ২০১৬ | আপডেট: ১৬:৪৯, ১০ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

সাতক্ষীরার শ্যামনগর কাশিমারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ মোল্লা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। গেলো শনিবার রাত সাড়ে তিনটার দিকে কাশিমারির গাংহাটি চোরাখাল কালভার্টের ওপর টহল দিচ্ছিল পুলিশের একটি দল। এসময় একদল মোটরসাইকেল আরোহীকে দ্রুত যেতে দেখলে থামতে বলে পুলিশ। কিন্তু তারা তা অমান্য করে উল্টো পুলিশের ওপর বোমা নিক্ষেপ করে ও গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে একজন গুলিবিদ্ধ হয়। তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তাকে নাশকতার বেশ কয়েকটি মামলার পলাতক আসামি ওয়ালিউল্লাহ হিসাবে শনাক্ত করে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি