ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

সাফওয়ান চৌধুরী ফের ব্যাংক এশিয়ার ভাইস চেয়ারম্যান

প্রকাশিত : ২৩:২২, ১৪ মে ২০১৯

Ekushey Television Ltd.

মোহাম্মদ সাফওয়ান চৌধুরী ফের ব্যাংক এশিয়ার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ব্যাংকটি পরিচালনা পর্ষদের সভায় তাকে ভাইস চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত করা হয়।

মোহাম্মদ সাফওয়ান চৌধুরী দেশের একজন বিশিষ্ট শিল্পপতি ও সিলেট চেম্বার অব কমার্স’র সাবেক সভাপতি। তিনি বর্তমানে এম আহমেদ টি এন্ড ল্যান্ডস কোম্পানী লি:, ফুলবাড়ি টি এস্টেট্স লি:, এম আহমেদ কোল্ড স্টোরেজ লি:, প্রিমিয়ার ডাইং এন্ড ক্যালেন্ডারিং লি: এবং এম আহমেদ ফুড এন্ড স্পাইসেস লি: এর ব্যবস্থাপনা পরিচালক।

বাংলাদেশ টি এসোসিয়েশনের চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব পালন করেছেন সাফওয়ান। তিনি সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে নিয়োজিত এনজিও ‘এফআইভিডিবি’র বর্তমান প্রেসিডেন্ট।

 এমএস/

 

 

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি