ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৬, ১৯ অক্টোবর ২০২৪ | আপডেট: ০৮:১২, ১৯ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের  মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ওই সরকারের অনেক মন্ত্রী-সাংসদকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এবার গ্রেপ্তার করা হলো সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে।

শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাত পৌনে ২টায় তাকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ।

কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা মামলায় কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান কাফরুল থানার ওসি কাজী গোলাম মোস্তফা।

ওসি বলেন, “এসএস অ্যাগ্রো কমপ্লেক্সের মালিক সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্র জনতার গণআন্দোলনের মুখ৷ গত ৫ আগস্ট  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার পর অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের মতো কামাল আহমেদ মজুমদারও আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।”

গোলাম মোস্তফা আরও বলেন, শিক্ষার্থী হত্যার ঘটনায় কাফরুল থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে রিমান্ড চেয়ে তাকে আদালতের সোপর্দ করা হবে বলে জানিয়েছেন তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি