ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

সাবেক সাংসদ ওসমান সরোয়ারের স্ত্রীর ইন্তেকাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১১, ৫ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১১:১৬, ৫ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধুর বিশিষ্ট রাজনৈতিক সহচর, সাবেক সংসদ সদস্য ও রাষ্ট্রদূত মরহুম ওসমান সরোয়ারের স্ত্রী বেগম রওশন সরোয়ার ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

তিনি মৃত্যুকালে দুই পুত্র, তিন কন্যা ও নাতি নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার বড় ছেলে সাইমুম সরোয়ার কমল বর্তমানে কক্সবাজার-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য। তার ছোট ছেলে সোহেল সরোয়ার কাজল রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

তার বড় মেয়ে নাজনীন সরোয়ার কাবেরী একজন প্রভাবশালী রাজনীতিবিদ ও সমাজসেবক হিসেবে প্রশংসিত। রওশন সরোয়ারের বড় ভাই কমোডর (অব) নিজামউদ্দিন নৌবাহিনীর সাবেক কর্মকর্তা। তার আরেক ভাই কর্নেল (অব) সালাউদ্দিন বীরপ্রতীক। আগামীকাল দুপুর দুটায় রামু খিজারী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমার নামাযে জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি