ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাম্প্রতিক সময়ে খুন হওয়া ব্যক্তিদের ঘাতকদের বিচারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ

প্রকাশিত : ১৪:৫০, ২৯ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৪:৫০, ২৯ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম, নাট্যকর্মী তনু, ইউএসএআইডি’র কর্মকর্তা জুলহাজ, তনয়সহ সাম্প্রতিক সময়ে খুন হওয়া ব্যক্তিদের ঘাতকদের বিচারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ গ্র“প থিয়েটার ফোরামসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরের সামনে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্র“প থিয়েটার ফেডারেশন চট্টগ্রাম বিভাগের সম্পাদক সাইফুল আলম বাবুসহ সাংস্কৃতিক কর্মীরা। এ’সময় বক্তারা সাম্প্রতিক সময়ে সংঘটিত হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবী জানান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি