ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারিদের বিষয়ে সজাগ দৃষ্টি রাখার আহবান জানিয়েছেন প্রধান বিচারপতি

প্রকাশিত : ১৯:২৬, ১২ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৯:২৯, ১২ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে যে মহল তৎপর তাদের বিষয়ে সজাগ দৃষ্টি রাখার আহবান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। শনিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অর্থায়নে রাজধানীর নারিন্দায় শ্রী মাধব গৌড়িয় মঠের ভক্তিবিলাস তীর্থ ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করে তিনি এ আহবান জানান।  মন্দির-মসজিদসহ সকল ধর্মীয় উপাসনালয় ভাংচুড় করা অপরাধ উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তি স্বার্থে কেউ কেউ একাজ করছে । এছাড়া রাজধানীর রাস্তা, ধর্মীয় প্রতিষ্ঠান ও খোলা জায়গা যারা অবৈধভাবে দখল করে আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিটি মেয়রদের প্রতি আহবান জানান তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি