ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

সালথায় বিদ্যুৎ পেলো ৫০০ পরিবার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৯, ২৬ নভেম্বর ২০১৭ | আপডেট: ২০:৩০, ২৬ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ফরিদপুরের সালথা উপজেলার গট্রি ইউনিয়নের লক্ষনদিয়া গ্রামের পাঁচ শতাধিক পরিবার বিদ্যুৎ পেলো। রোববার বিকালে গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধন করেন জাতীয় সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। এ উপলক্ষ্যে খদ্দ লক্ষনদিয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক সমাবেশের আয়োজন করে।

গট্রি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সৈয়দা সাজেদা চৌধুরী, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর বাবলু চৌধুরী, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের হোসেন, সালথা উপজেলা চেয়ারম্যান ওহিদুজ্জামান ওহিদ, পল্লী বিদ্যুতের জিএম রাম শংকর রায়,

অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, গট্রি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, সাবেক চেয়ারম্যান রেজাউর রহমান চয়ন, যুবলীগ নেতা খায়রুজ্জামান বাবু প্রমুখ।

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে ১ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে ৮ দশমিক ৯ কিলোমিটার এলাকার প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়।

 

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি