ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাড়াশি অভিযানের কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ

প্রকাশিত : ১৫:২১, ৪ মে ২০১৬ | আপডেট: ১৫:২১, ৪ মে ২০১৬

Ekushey Television Ltd.

হাইড্রোলিক হর্ণ, হোটার ও বিকন লাইটের বিরুদ্ধে সাড়াশি অভিযান হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ। সেই সাথে ব্যক্তিগত গাড়িতে প্রেস, পুলিশ লেখা কোনো স্টিকার লাগানো যাবে না। বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনার আছাদুজ্জামান মিয়া এসব কথা জানান। বলেন, প্রতিষ্ঠানের গাড়ি ছাড়া ব্যক্তিগত কোনো গাড়িতে প্রেস, পুলিশ লেখা কোনো স্টিকার ব্যবহার করা যাবে না। কারণ অপরাধীরা এসব স্টিকার ব্যবহার করে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে। এরপর থেকে কেউ এধরনের স্টিকার ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান। তিনি আরও জানান, রাজধানীতে নিরাপত্তার স্বার্থে বিভিন্ন এলাকায় সার্ভিলেন্স টিম গড়ে তোলা হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি