ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

সিআইপি হলেন আমজাদ হোসেন ও তাঁর সহদর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৬, ১৫ নভেম্বর ২০১৭ | আপডেট: ১০:৩৮, ১৫ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

হিমায়িত খাদ্যপণ্য রফতানিতে বিশেষ অবদান রাখায় সিআইপি (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি) নির্বাচিত হয়েছেন বাগেরহাট সী ফুড ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক এস.এম. আমজাদ হোসেন এবং সাউদার্ন ফুডস্্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস.এম. আবুল হোসেন।

গত রবিবার রাজধানীর একটি হোটেলে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবি আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সহদর দুই ভাই আমজাদ হোসেন ও আবুল হোসেনের হাতে সিআইপি কার্ড তুলে দেন।

এস. এম. আমজাদ হোসেন নতুন প্রজন্মের সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং এস. এম. আবুল হোসেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান। উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয় এবছর ১৬৪ জনকে সিআইপি কার্ড প্রদান করেছে। বিজ্ঞপ্তি।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি