ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

সিআইপিএস এর সঙ্গে জিএসএসসিপি’র এমওইউ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৫, ৩০ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

গ্লোবাল সোসাইটি ফর সাপ্লাই চেইন প্রফেশনাল (জিএসএসসিপি), বাংলাদেশ এর সদস্যরা যুক্তরাজ্যের ‘দ্যা চার্টার্ড ইন্সটিটিউট অব প্রকিওরমেন্ট অ্যান্ড সাপ্লাই (সিআইপিএস) পরিচালিত বিভিন্ন কোর্সে ২৫ শতাংশ রেয়াতি সুবিধা পাবে। গত ২১ জুলাই বাংলাদেশে সিআইপিএস কোর্স পরিচালনাকারী সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান এ্যাডভান্স সাপ্লাই চেইন সল্যুশন (এএসসিএস) এবং জিএসএসসিপি, বাংলাদেশ এর মধ্যে এ বিষয়ে ঢাকায় সমঝোতা স্মারক(এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

দেশের বিভিন্ন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানে সাপ্লাই চেইনের ক্রমবর্ধমান গুরুত্ব চাহিদার প্রেক্ষিতে সাপ্লাইচেইন পেশাজীবিদের সংগঠন জিএসএসসিপি, বাংলাদেশের সদস্যরা সিআইপিএস এর কোর্সসমূহে অংশ নিয়ে নিজেদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধি করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

এএসসিএস এর পক্ষে কামরুল বাশার মিকি এবং জিএসএসসিপি’র ভাইস প্রেসিডেন্ট সুরজিৎ মুখার্জি এমওইউ’তে স্বাক্ষর করেন।জিএসএসসিপির জেনারেল সেক্রেটারি মনি কন্ঠহাওলাদার, প্লানিং সেক্রেটারি রুম্মান হোসেন, বিপিন চাকমাএ সময় উপস্থিত ছিলেন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি