ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

সিবিসি কর্তৃক `বাংলাদেশ ব্যাংকের মুদ্রা নীতি-একটি মূল্যায়ন` বিষয়ক সিপিডি অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | আপডেট: ২০:৪৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৪

আইসিএমএবি’র চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিল (সিবিসি) কর্তৃক 'বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি-একটি মূল্যায়ন' বিষয়ক সিপিডি অনুষ্ঠান শনিবার ২৪ ফেব্রুয়ারি সিএমএ চট্টগ্রামস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান প্রদীপ পাল এফসিএ, এফসিএমএ এর স্বাগত বক্তব্য প্রদানরে মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিএমএবি এর প্রেসিডেন্ট, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশ ও ইউনিয়ন ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান অধ্যাপক ড. মো: সেলিম উদ্দিন এফসিএ, এফসিএমএ। সেশন চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এ. এইচ. এম সলিমুল্লাহ। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও সিবিসি’র সেক্রেটারি মো: রকিবুল ইসলাম মৈশান এফসিএমএ।  

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সেলিম উদ্দিন বলেন, রাজস্ব নীতির সাথে সুষম সমন্বয় সাধন করে যদি মুদ্রানীতি প্রণয়ন করা হয় তবে তা আমাদের অর্থনীতির জন্য খুবই ফলপ্রসু হবে। 

উক্ত অনুষ্ঠানে চট্টগ্রামের উল্লেখযোগ্য সংখ্যক সিনিয়র ফেলো ও এসোসিয়েট সদস্যগণ এবং চট্টগ্রাম শাখার সিনিয়র শিক্ষার্থীবৃন্দ উপস্থিত থেকে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সিবিসি’র ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহীদ এফসিএ, এফসিএমএ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। 

কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি