ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করছে রাশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৭, ১২ ডিসেম্বর ২০১৭

সিরিয়া থেকে সেনা সরিয়ে নিতে শুরু করেছে রাশিয়া। ইতোমধ্যেই বেশ কিছু সৈন্যকে সরিয়ে নেয়া হয়েছে। গতকাল সোমবার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই সইগু এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

তবে কত দিনের মধ্যে সৈন্যদের পুরোপুরি রাশিয়ায় ফিরিয়ে নেওয়া হবে সে বিয়য়ে পরিষ্কার কিছু জানাননি সার্গেই সইগু। সিরিয়ার সার্বিক পরিস্থিতির ওপর ওই সিদ্ধান্ত নির্ভর করছে বলে জানান তিনি।

সইগু জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই সিরিয়া থেকে রাশিয়ান সৈন্য প্রত্যাহার শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে আসাদ সরকারকে সহায়তা করতে সিরীয় বাহিনীর হয়ে গৃহযুদ্ধে লড়াই করছিলো রাশিয়ার সেনাবাহিনী।

গতকাল সোমবার সিরিয়ার লাতাকিয়া এলাকায় সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের সঙ্গে দেখা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে তিনি বলেন, আমি সিরিয়া থেকে রাশিয়ান সেনাদের তাদের স্থায়ী ঘাঁটিতে ফিরিয়ে নেওয়ার জন্য প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানকে নির্দেশ দিয়েছি।

উল্লেখ্য, ২০১৫ সালে আসাদের পক্ষে সিরিয়ায় লড়াইয়ে নামে রাশিয়ান সেনারা।

 

সূত্র : বিবিসি

/এমআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি