ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

সিরিয়া সীমান্ত থেকে ১৩৭ শিশুকে সরিয়ে নেওয়ার আহ্বান ইউনিসেফের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫০, ১১ ডিসেম্বর ২০১৭

যুদ্ধবিধ্বস্ত সিরিয়া সীমান্ত এলাকা থেকে শতাধিক শিশুকে নিরাপদ এলাকায় সরিয়ে নিতে আহ্বান জানিয়েছে জাতিসংঘ শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। ওই এলাকায় ১৩৭ শিশু মৃত্যুর প্রহর গুনছে জানিয়ে ইউনিসেফ বলছে, দ্রুত ওই শিশুগুলোকে সরিয়ে নেওয়া না হলে তারা সবাই খুব দ্রুত মারা যেতে পারে।

জানা গেছে, দামেস্কর ওই এলকায় ইতোমধ্যে ৫ শিশু ডায়রিয়া, অপুষ্ঠি ও কিডনিজনিত জটিলতায় আক্রান্ত হয়ে মারা গেছে। গত রোববার এক বিবৃতিতে ইউনিসেফ জানিয়েছে, ওই এলাকায় আরও ১৩৭ শিশু অপুষ্টি ও কিডনিজনিত জটিলতায় ভোগছে। জরুরি মেডিকেল সেবা দেওয়া না হলে, শিশুগুলো বড় ধরণের দুর্ঘটনায় পড়তে পারে।

৭ মাস থেকে ১৭ বছর বয়স পর্যন্ত শিশুরা ওই ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ। যুদ্ধবিধ্বস্ত ওই এলাকায় তারা কোনো মেডিকেল সেবা নিতে পারছে না। এছাড়া ওই এলকায় উন্নত কোনো চিকিৎসা নেই বলে জানিয়েছে ইউনিসেফ। এতে তাদের অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন ইউনিসেফের সিরিয়া বিষয়ক প্রতিনিধি ফ্রান ইকোয়জা।

সূত্র: আল-জাজিরা

এমজে/ এআর

 

 

 

 

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি