ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

সিরিয়ায় ফের আইএস ফোবিয়া: হামলায় নিহত ৩৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০২, ২৫ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বাসার-আল আসাদ নিয়ন্ত্রিত দক্ষিণ-পশ্চিম সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএসের হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩৭ বেসামরিক নাগরিক। দেশটির সিদা শহরে বোমা হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

আজ বুধবার এই হামলা চালায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। সরকারি বাহিনীর সঙ্গে গোলাগুলিতেও লিপ্ত হয় আইএস বাহিনী। এ হামলায় কমপক্ষে দুই হামলাকারীও নিহত হয়েছেন বলে জানা গেছে।

সিদার গভর্নর আমির আল এশাই বলেন, হামলার পরপরই সরকারি বাহিনী এক আক্রমণকারীকে গ্রেফতার করে। বর্তমানে শহরের পরিস্থিতি শান্ত রয়েছে। গত বছর সিদা শহর থেকে আইএস জঙ্গিদের হঠিয়ে দিয়ে এলাকাটি পুনর্দখল করে আসাদ বাহিনী। রুশ বাহিনীর সহায়তায় এলাকার নিয়ন্ত্রণ নিলেও, এখনো শহরের প্রান্তে আইএস জঙ্গিরা ঘাপটি মেরে আছে বলে মনে করা হচ্ছে।

এই শহরটি পুনর্দখলের পরই আসাদ বাহিনী দামাস্কাস ও হোমস থেকেও আইএস বাহিনীকে হঠিয়ে দেয়।

সূত্র: রয়টার্স
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি