ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় নিহত ৫৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৭, ২৭ নভেম্বর ২০১৭

সিরিয়ায় রাশিয়ান বিমান হামলায় ২১ ‍শিশুসহ ৫৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে সিরিয়ার পূর্বাঞ্চলের আল-সাফাহর একটি গ্রামে এ হামলা চালানো হয়।

প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৫৩ বলা হয়। কিন্তু যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান মানবাধিকার পর্যবেক্ষক গ্রুপ এসওএইচআরের প্রধান রামি আবদেল রহমান সংবাদ সংস্থা এএফাপিকে বলেছেন, নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। দিনভর উদ্ধার তৎপরতা চালিয়ে হামলার ধ্বংসস্তূপ সরানো হয়েছে। বিমান হামলার শিকার গ্রামটি সিরিয়ার দেইর আল-জহুর প্রদেশে অবস্থিত। এটি এখনও ইসলামিক জঙ্গিগোষ্ঠী আইএসের দখলে রয়েছে।

রাশিয়া এই বিমান হামলার কথা স্বীকার করেছে। তারা বলছে, এ হামলা চালানো হয়েছে জঙ্গিগোষ্ঠী ও তাদের দুর্গে আঘাত হানার জন্য।

সাত বছর ধরে সিরিয়ায় চলমান সংকটে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। এছাড়া এক কোটি ২০ লাখের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে। অবশ্য, জাতিসংঘের সহযোগিতায় আগামী সপ্তাহে জেনেভা সম্মেলনে সিরিয়ার সংকট নিয়ে শান্তির আলোচনা হতে পারে বলে আশা করা হচ্ছে। কিন্তু সিরিয়া সংকট নিয়ে এর আগে যতো আলোচনা হয়েছে, সবই ব্যর্থ হয়েছে।

চলমান এ সংকটের মধ্যেই বিভিন্ন সময়ে বিদ্রোহী গ্রুপ ও আসাদ সরকারের মধ্যে শান্তি আলোচনা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তা কার্যকর হয়নি। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের এক গুরুত্বপূর্ণ মিত্র রাশিয়া। সিরিয়ার বাশার আল-আসাদের বিরুদ্ধে সংকট সমাধানের চেয়ে যুদ্ধকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।

সূত্র: বিবিসি

একে// এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি