ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের তদন্তে ভেটো রাশিয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৯, ১৭ নভেম্বর ২০১৭

সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের ব্যবহার হয়েছে। আন্তর্জাতিক মহলের এমন অভিযোগের পর জাতিসংঘের নিরাপত্তার পরিষদ দেশটিতে তদন্ত করার উদ্যোগ নিলেও রাশিয়ার ভেটোতে বারবার আটকে যাচ্ছে তদন্ত কার্যাক্রম।

এই নিয়ে রাশিয়া ১০ বারের মত জাতিসংঘের এই উদ্যোগে ভেটো দিলেন। সিরিয়ার সরকার বাসার আল-আসাদকে সমর্থন দেওয়ার অংশ হিসেবে রাশিয়া বারবার এমন আচরণ করছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি।

নিকি হ্যালি অভিযোগ করেন, রাশিয়ার এই আচরণ নিরাপত্তা পরিষদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে। রাশিয়া নিরাপত্তা পরিষদের সক্ষমতাকে ক্রমশই দুর্বল করে দিয়েছে। ভবিষ্যতে নিরাপত্তা পরিষদ রাসায়নিক অস্ত্রের ব্যবহার বন্ধে কোন পদক্ষেপ নিতে পারবে কি না, সে বিষয়েও তিনি সংশয় প্রকাশ করেন।

তবে হ্যালি অভিযোগ নাকচ করে দিয়েছে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রদূরত হ্যালির অভিযোগের সমালোচনা করেন।

উল্লেখ্য, সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের ব্যবহার হয়েছে কি না, বিষয়টি খতিয়ে দেখতে ২০১৫ সালে একটি যৌথ তদন্ত কমিশন গঠন করার সিদ্ধান্ত নেয় নিরাপত্তা পরিষদ। তবে ওই সিদ্ধান্তের পর থেকে বারবার রাশিয়া ভেটো দিয়ে আসছে।

সূত্র : গার্ডিয়ান

এমজে/এসএইচ/

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি